Khoborerchokh logo

গাজীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত-রেল যোগাযোগ বন্ধ 75 0

Khoborerchokh logo

গাজীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত-রেল যোগাযোগ বন্ধ

শেখ রাজীব হাসান,গাজীপুর :
 গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)২০২১ইং সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম রেলসড়কে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 
বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান তথ্য নিশ্চিত করে বলেন,চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গীর কেরানীরটেক এলাকায় পৌঁছালে সেটি লাইনচ্যুত হয়।এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com